মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা”গোপন চোরাবালি”  

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মুহাঃ মোশাররফ হোসেন 

 

এক চোরের হাত হইতে

বাঁচতে পড়েছি ডাকাতের হাতে!

খাল কেটে কুমির এনেই

আমরা পড়েছি চোরাবালিতে।

লুটেরা সব কুটনীতিক

করে লুকোচুরি!

এ দেশে চলিতেছে

সেই সব লোকের জমিদারী।

 

আপনজনের অর্থ গোপন করিয়া

করিতেছে যে পকেটভার,

নিজপকেট ভারি করে

স্বার্থ হাচিল করিবার।

 

বাঁচিবার কথা কি যে বলি

জীবন যে পায় ভয়,

শুক শান্তি হারিয়েছি

নানান চিন্তা ভাবনায়।

 

যাকে মোরা আপন ভাবছি

আপনতো সে নয়,

নিজ স্বার্থের জন্য

সর্বদা সামনে রয়।

 

অন্যায় অবিচার দেখিয়া

সহিয়া যাচ্ছে চোখ,

মনের কষ্ট মনে রেখে

ভিজাইতেছি মোরা চোখ।

 

পেপার পত্রিকা খুলিয়া

আজকাল মনে হয়,

এ সমাজ যে বড় খারাপ

আগেকার মত নয়।

error: Content is protected !!