মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “মাটির মানুষ”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

মাটির মানুষ
মুহাঃ মোশাররফ হোসেন 
মাটির দেহ মাটির মানুষ
মাটি হবে বিছানা,
সাড়ে তিন হাত মাটিই
হবে তোমার আসল ঠিকানা।
সৃষ্টিকুলের সৃষ্টির সেরা
করছে এই মাটির মানুষকে,
সেই প্রভুর গুনগান না করিলে
কেমনে যাবে তার সম্মুখে?
সব জিনিসের মুল্য আছে
মরিলে এই মানুষের নেই মুল্য,
সবার উপরে মানুষ সত্য
আবার করিনি কারো সমতুল্য!
মাটির শোভা নতুন বসন্তে
প্রভু করেছে প্রাণের উদ্ভব,
প্রভু দিয়েছে মাটিতে প্রাণ
এই মাটি দিয়ে করছি কত উৎসব?
মাটির মানুষকে করেছে প্রভু
সকল সৃৃষ্টির সেরা ভুবনে,
সেই প্রভুর গুনগানা করে
শেষ করা যাবেনা এজীবনে।।
error: Content is protected !!