প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “কর্মের ফল”
মুহাঃ মোশাররফ হোসেন
জীবনে ভুল করে যদি তুমি
হারিয়ে ফেলো কুল,
তবে যেনে রেখো দিতে হবে
তোমার এই ভুলের মাশুল।
জানি মরা বৃক্ষ কখনো
মরা থাকেনা থাকে তাহার জাত,
বৃক্ষের জাত যদি হয় ভাল
হতে পারে সেই বৃক্ষে তোমার ভাত।
যত কর্ম চেতনা সবই
মস্তকের উপরেই থাকে,
মস্তকের শত ভাবনা দিয়ে কর্মের
সব শুফল করতে দেখেছি তাকে।
জানি কর্মফলে গুণের আবির্ভাব
যদি কর্মটা থাকে স্বচ্চ,
ধর্ম, কর্ম ভেসে যায় কর্মের স্রোতে
কুলের পরিচয় হয় তুচ্ছ।
আজি দিকে দিকে অসুরের ছড়া
“মানবতা” কর্ম গুণের মহাসঙ্কট ,
কর্মপথ তার মল-মূত্র ঝলমলে
বিভীষিকায় ডুবন্ত মানস্পট ।
দর্শনে হয়ে যায় চোখ লালে লাল
কিংকর্তব্য বিমুঢ় যেন!
বড় সখের মানব তুমি দয়িতের
এত অমানুষ হও কেন?
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com