দুধ কফি
মুহাঃ মোশাররফ হোসেন
ছিল আবেগ, ছিল কষ্ট, ছিল না পাওয়ার হাহাকার!
কফিতে দুধ আর চিনি মিশে আছে গাড় হয়ে যেন একাকার,
দ্রোহ আর ভালোবাসা দিতে পারে গড়ে,
আমার হৃদয়ে ঠিক যেন আছে সর পড়ে।
দুধ কফিতে জাগায় আশা,
এরই মাঝে হয় ভালোবাসা,
দুধ কফিতে বাড়াই মান,
যদি হয় সমান সমান।
দুধ কফিতে উপরিভাগে পড়ে সর,
খেতে গেলে লাগে মজা সবার,
ইচ্ছে করলেই চামচ দিয়ে পারো নিতে,
ইচ্ছা না থাকলে পারি না তো দিতে।