কাল বৈশাখী ঝড় ঈশান কোণে বাসা
তোমার মগজ জানি পাগলামীতে ঠাসা;
নিকষ-কালো মেঘ যেনো সঞ্চিত আবেগ,
তোমার সাথে মেঘের ক্যানো নিবিড় ভালোবাসা।
কালবৈশাখী ঝড়' তুমি পেখম মেলে আসো
সোনা- রোদে গা-ভাসিয়ে মিষ্টি ক’রে হাসো।
থমথমে ভাব যেই দেখা যায় ‘এই বুঝি সে এলো’
ঘন আঁধার নামলো হঠাৎ ভাবনা যেনো এলোমেলো।
হঠাৎ দীর্ঘ নিশ্বাষ' একি সর্বনাশ!
শিলা-বৃষ্টি ডানার নিচে এরা করছে বসবাস।
জীর্ণ কুটির, গাছ-গাছালী কোলের শিশু, পক্ষি শাবক,
মাঠের কৃষাণ, মাঝি-মাল্লার গৃহ বধূ, মাঠের রাখাল'
গ্রাম-গঞ্জের পথিক যত ভয়ে কাঁপে সন্ধ্যা-সকাল।
রুদ্ররোষে তোমার গতি যখন হঠাৎ থামে,
তখন স্বস্তি এবং শান্তিধারা বৃষ্টি হয়ে নামে।