প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা “সুরা কদরের বাংলা কাব্যানুবাদ “
মুহাঃ মোশাররফ হোসেন
আশ্রায় চাই আল্লার যেনো শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু পরম করুনাময়।
এই কুরআন নাজিল করেছি আমি কদরের রাতে,
এই কদরের রাত তোমরা জানো কি? কি এমন আছে তাতে?
এই কদরের রাত হাজার বছরের চেয়েও রাত,
এর তুলোনা মেলেনা তাই করি ইবাদত।
সকল রুহ আর ফেরেস্তাগণ নিয়োজিত প্রতি কাজে' সেই রাতে,
রুহ আর ফেরেস্তাগণ তাদের রবের অনুমতিক্রমে নেমে আসে দুনিয়াতে;
শান্তি শুধুই শান্তি! সেই রাত শেষ হয় ফজর-প্রাতে!
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com