গণতন্ত্র
মুহাঃ মোশাররফ হোসেন
আমাকে তোমরা করো না নিজেদের মনতন্ত্র!
স্বাধীন নই আমি' পরাধীন মুক্ত বিহঙ্গে চলি' তবুও আমি জনতন্ত্র,
আমি নই" এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া! নই কারো মনগড়া মতবাদ সমাজতন্ত্র।
আমি জনগন' জনতা, এবং ব্যাক্তি স্বাধীনতার কথা বলি,
স্বাধীনতার চেতনা বক্ষে ধরে সবার উর্ধ্বে চলি।
জনতার কথা বলি তাই আমি জনকান্ডারী গণতন্ত্র!
আমাকে মুক্তি দাও' তোমাদের মনগড়া মতবাদের পদতলে আজ আমি পৃষ্ঠ!
আমি সাম্য এবং ভ্রাতৃত্বের কথা বলি'
সবার উপরে মানুষ সত্য আটাই আমার মূলতন্ত্র।
আমি হলাম বিশ্বাস!
সবাই আমার উপরে নিবে শান্তির নিঃশ্বাস:
আমি সত্য! সততার বোঝাই তরী"
বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি; তবে আমি সোনার মানুষ গড়ি।
আমি স্বাধীন! স্বাধীনতার কথা বলি;
বিশ্ব কূলে আমি উৎকৃষ্ঠ
আমার বক্ষে রয়েছে কতো বীর শ্রেষ্ঠ;
আজ তোমরা আমায় করছো সর্ব নিকৃষ্ঠ।
আমি বাঙ্গালী!
নই হিন্দু, বৌদ্ধ খৃষ্ঠান নই কোনো গোষ্ঠী,
আমি বাংলার, বাংলা আমার বড় পরিচয়!
আমি গণতন্ত্র' সত্যিই গণতন্ত্র হতে চায়।
গণতন্ত্র চাইনা আমি' চাই স্বঅধিকার,
যেখানে থাকবে ব্যক্তি স্বাধীনতা
আর থাকবে নিজের কথা বলার অধিকার।