মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “শ্রমের মর্যাদা”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

­

শ্রমের মুল্য
মুহাঃ মোশাররফ হোসেনঃ:

ইটের গায়ে লেখা আছে শ্রমজীবীর নাম,
পুঁজিবাদের রাষ্ট্রে আজো পায়নি তারা দাম।
নিজেকে মনে করে শ্রমিক নেতা নেইতো কোনো জোট,
আপন-পর চেনেনা শ্রমিক নেতা পেলে টাকার নোট।
ঘাম ঝরানো কর্মী যারা নেইতো তাদের রাইট,
জীবন যুদ্ধে হরহা-মেশা করছে তারা ফাইট।
দৈহিক শ্রমের কর্মী যারা ভুক্তভোগী বেশ,
ন্যায্যমূল্য পায় না তারা নেই হতাশার শেষ।
ডেইলি লেবার আছে যারা পেট কী তাদের নেই!
আজ কী খাবে ভাবছে বসে আছেতো কষ্টেই!!
যাদের ঘামে সভ্য হয়ে এসির বাতাস খাও,
ঘাম শুকানোর পূর্বে তাদের শ্রমের মূল্য দাও।।

error: Content is protected !!