প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ঝাঁপা বাওড়”
মুহাঃ মোশাররফ হোসেনঃ
ফিরে এলো ঝাঁপা বাওড়ে পূর্বের সেই যৌবন,
তাইতো দেখা যাচ্ছে বাওড়ে সেই পানি লবন।
আনন্দ আর উৎফুল্ল বাওড়ের চারি পাশে মানুষের মনে,
আবার জাগ্রত হলো বাওড় কপোতাক্ষ নদ খননের কারনে।
সকলের মনের কথা বাওড় হলো সবল,
এবার বাওড়ের জমিতে কৃষকরা পাবে ভালো ফসল।
বাওড়ের এই ভরা যৌবনে বাওড় মালিকরা করবে চাষ,
এইবার-ইহয়তো খাবেনা বাওড় মালিকরা বাঁশ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com