মুহাঃ মোশাররফ হোসেন:
তোমার ঐ অসহ্য আর রাগটা
আমার খুব বিশাল লাগে,
তোমার ঐ মুখের অন্ধকারটা
আমার খুব বে-মানান লাগে।
নিজেকে মাঝে মধ্যে খুব একা লাগে
লাগে খুব কষ্টে ভরা এই জীবন,
তোমাকে এসময় বড় প্রয়োজন
তাই ভাবছি আনবো তোমার ঐ ঝাঁকি মন।
তুমি বড়ই স্বার্থপর
নিজের কষ্টটাই লাগে তোমার,
আমি যে ডুবে আছি কুল হারা তীরে
সেই খবর নেওয়ার সময় নেইতো তোমার।
ভালো লাগেনা এই গভীর রাত্রি
প্রচান্ড গরম কাটাচ্ছি সারা নিশি,
বিষন্নতাই মনের আঙ্গিনায়
খুব কষ্টে ভরা মন নিয়ে তোমার সাথে মিশি।