প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ইলিশের কাটা”
কবিতা
ইলিশের কাঁটা
মুহাঃ মোশাররফ হোসেনঃ
পদ্মা নদীর ইলিশ মাছ,
খেয়ে বাবুর হাঁস-ফাঁস ৷
ডাক্তার এলো জলদি করে,
বলছে বাবু বাঁচাও মোরে ৷
ভাজা মাছের কাঁটা' ফুটে গেছে দুটো"
থেকে থেকে আমায় দিচ্ছে গুঁতো।
ওষুধ দিয়ে ডাক্তার গেলো,
ধীরে ধীরে সুস্থ হলো।
ভয়ে ইলিশ ছাড়লো খাওয়া"
এখন' দূর হতে শুধুই চাওয়া।
একবার খেয়ে প্রাণে বেঁচেছি,
বলতে পারবো ইলিশ খেয়েছি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com