মুহাঃ মোশাররফ হোসেন:
ভালবাসি বলেই বন্ধু তোমায় দিচ্ছি দ্বীনের দাওয়াত,
দয়া করে করোনা ভাই একটু কর্ণপাত।
দুনিয়া হলো ক্ষনস্থায়ী পাঠাইছেন মোদের পরীক্ষায়,
আমলের পাল্লা ভারি করলে ফল পাবে মিজানের পাল্লায়।
সময়, যৌবন, টাকা-পয়সা নিয়ে যতো করো বাহাদুরি,
সব হিসেব দিতে হবে রোজ-কিয়ামতে পাই-পাই করি।
এই দুনিয়াটাই কিছুই নহে, সবই তো পরকাল,
ক্ষণিকের এ পরীক্ষাগারে হইওনা বেসামাল।
নিজেকে নিজ মনে করছি শুধু" নিজেইতো নিজের নয়,
নিজে শুধু আল্লাহর হুকুম, এইতো পরিচয়।
কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যেতে হবে?
কেনো এলাম, কি করিবো? ভাবনা ভাই তবে।
কি করিবো, কি করার ছিলো? কি করিতে চাই?
নিজের কাজে আল্লাহু কি খুশি? একটু ভাবো ভাই।