শুধুই গরম
মুহাঃ মোশাররফ হোসেন
ডানে গরম বামে গরম
গরম দেখি সবখানে,
জ্যামে গরম ফ্যানে গরম
বুঝিনা গরমের এই মানে।
হাটে গরম মাঠে গরম
গিন্নির গরম চরমে,
হাড়ি গরম গাড়ি গরম
কর্তা বুঝে গরম মরমে।
মাথা গরম কথা গরম
গিন্নি গরম রান্নাঘরে,
হাত গরম ব্যাগ গরম
কর্তা গরম গেলে বাজারে!
তেল গরম জ্বল গরম
কড়াই গরম আগুনে,
দেহ গরম মাথা গরম
যৌবন গরম ফাগুনে।
চিনি গরম চায়ে গরম
গরম পুরো সকাল বেলা,
মাঠে গরম ঘাঠে গরম
শ্রমিকরা বুঝে গরমের ঠেলা।
গিন্নি গরম কর্তা গরম
তারা গরম সংসারের ঘানি টেনে:
জোট গরম দল গরম
সরকার গরম বিরোধীদের শর্ত মেনে।
নিত্য গরম চিত্ত গরম
সূর্য্যি মামার কারনে,
বায়ু গরম রাত্রি গরম
হয়না শীতল' কারো বারনে।
হাড়ি গরম খুন্তি গরম
বৌ গরম রান্না ঘরে,
ভাত গরম ডাল গরম
কর্তা" খাবেন কেমন করে?