মুহাঃ মোশাররফ হোসেন
গরমের পর গরম
সমস্ত শরির হচ্ছে নরম।
গরমের বেহাল দশা
ঝরছে গায়ের ঘাম,
আরো গরম হচ্ছেরে ভাই
দ্রব্য মুল্যের দাম।
শেয়ার বাজারে গরমেতে
চান্দি গরম হয়:
এতো গরম সইবো কেমনে
লাগছে ভীষণ ভয়।
গরম গরম লাগছেরে ভাই
ডিজিটালের হাওয়া,
আরো গরম হচ্ছে মানুষ
খেয়ে পুলিশের ধাওয়া।