মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “গরমের পরে গরম”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

মুহাঃ মোশাররফ হোসেন

 

গরমের পর গরম

সমস্ত শরির হচ্ছে নরম।

গরমের বেহাল দশা

ঝরছে গায়ের ঘাম,

আরো গরম হচ্ছেরে ভাই

দ্রব্য মুল্যের দাম।

 

শেয়ার বাজারে গরমেতে

চান্দি গরম হয়:

এতো গরম সইবো কেমনে

লাগছে ভীষণ ভয়।

 

গরম গরম লাগছেরে ভাই

ডিজিটালের হাওয়া,

আরো গরম হচ্ছে মানুষ

খেয়ে পুলিশের ধাওয়া।

error: Content is protected !!