ঘুম আসেনা
মুহাঃ মোশাররফ হোসেন
ঘুম আসেনা, কেনো ঘুম আসেনা?
স্বপ্ন দেখা মন” রিক্ত এখন,
হারিয়ে গিয়েছে সব” যাহা ছিলো আপন,
ব্যাথার প্রদীপ জেলে জোনাকিরা জাগে,
হৃদয়ের কথা যতো ঐ মেঘের আড়ালে ঢাকে, স্মৃতির পাতায় আজ সব অচেনা।
রাতের নিরালা বুকে স্নিগ্ধ হাওয়ায়,
অভিমান ভেসে যায় ভরা জোছনায়।
ঘুম আসেনা, কেনো ঘুম আসেনা?
সৈকতে তার কোনো ছাপ থাকেনা।
শিউলি ঝরার লয়ে স্মৃতির নূপুর বাজে,
শিশির তরঙ্গে রাত আনমনে সাজে।
গভীর জঙ্গলে কি যেনো উঠলো ডেকে?
আমি উঠে গেলাম যে বেঁকে:
কিছুতো আর বোঝা গেলো
না!
কিন্তু ঘুম আসেনা, কেনো ঘুম আসেনা?
চোখে ঘুম আসেনা কেনো? প্রশ্ন রেখে যায় কবি,
হৃদয়ের গহিনে লুকিয়ে রেখেছে সব ছবি।