প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “জনম দুঃখী”
জনম দুঃখী
মুহাঃ মোশাররফ হোসেন:
কোন পাপেতে আমি হলাম মানুষ. কি কারেছি ভাই, জন্ম নিয়েছি গরীব ঘরে, যেথায় ক্ষুধার অন্ন নাই।
মাটির ঘরে খড়ের চালায়, জোটে নাকো খড়"
যেথায় চন্দ্র-সূর্য্য এলিয়ে পড়ে, বৃষ্টি ও নয় পর ।
ছোট্ট ছেলে শীর্ণ দেহে, ক্ষুধার জালায় কান্না জোড়ে.
মলিন-মুখ ছিন্ন বস্ত্রে মা যে. দেখি ভোলায় তারে ।
দিনের শেষে ক্লান্ত দেহে, ঘরে ফেরে আমলা খেটে, গামছায় বাঁধা একসের চাল, জানেনা সে. খাবে কি দিয়ে ?
নুন থাকে তা - চাল থাকেনা, এমনি মোদের হাল" মোরা সবার কাছেই উপেক্ষিত এমনি পোড়া কপাল।
মেহেরবানের আশীর্বাদে কুকুর চড়ে গাড়ী!
ঘুমায় তারা বাতানুকুলে, আকাশেও দেয় পাড়ি।
ওরা দুধে ভেজা বিস্কুট খায়, আর সিদ্ধ মাংস গুলি" খেটেও মোরা পাইনা খেতে, কপাল দোষেই জানি ৷
ওদের সারা দেহ ব্রাশ করা, জগতে আমরাই যা কালো"
আদর করে টিনা ডাকে, দেখতে লাগে ভালো।
মঙ্গলময় উপর-ওয়ালা করি প্রার্থনা,
যদি পাঠাও আবার পরো-জন্মে,
যদি পারো ধণীর প্রানের কুকুর করো,
মানুষরুপে করো-না সেই করি কামনা"
মানুষ হিসেবে জন্ম নিয়েছি করিও মোদের মার্জনা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com