দুইদিনের এই ক্ষণস্থায়ী দুনিয়া ,
কিসের জন্য আমরা এত মরিয়া ?
কি হবে পার্থিব সুখের ফেণপুঞ্জ মেখে?
যদি চিরতরে চলেই যেতে হয় এটা রেখে ।
ভোগ , লোভ-লালসা ধরেছে ঘিরে ,
ভুলেই গেছি জীবনরশি একদিন যাবে যে ছিড়ে!
ক্ষণস্থায়ী দুনিয়ায় বৃথাই বুঝি করছি বিচরণ ,
যে কোন সময়ই যে নিভে যেতে পারে জীবনের কিরণ।
ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যে এতো প্রবল ,
বিশ্বাসই হয় না যে অকষ্মাৎ প্রাণ ছিনিয়ে নিতে পারে মৃত্যু ছোবল ।
তিল তিল করে গড়ে তোলা প্রাচুর্য্যের পাহাড় ,
মৃত্যু দৈত্যের তাণ্ডবে থাকবে না তার কোনোই বাহার ।
হে মহান সৃষ্টিকর্তা , তোমার তরে আমরা ক্ষমাপ্রার্থী,
যদিও বা' জানি আমরা নয়তো পূণ্যার্থী ।
স্বজ্ঞানে বোকার মতো ব্যস্ত থাকি, নিয়ে এই দুনিয়াদারী ,
ক্ষণস্থায়ী প্রাচুর্য্য, সৌন্দর্য্যের গর্বে হই যে আমরা অহংকারী!
হে করুণাময় , জানি এটা আমাদের মুর্খ্যতা, অজ্ঞতা, করো তুমি মার্জনা ,
দূর করে দাও ক্ষণস্থায়ী দুনিয়ার সকল স্বার্থণ্বেষী চিন্তা ভাবনা।