আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
তুমি যে করুণাময়, অসীম দয়ালু মেহেরবান।
নেই তুলনা তোমার সাথে আর কারোরই,
তুমিই তো, রহমানুর রহীম, তুমি যে প্রভু- দয়াবান।
দুনিয়াতে আছে যত পাপী আছে গুনাহগার,
তোমার দয়ায় সবাই পায় মাফ যত গুনাহ তার।
করতে পারি না তোমার প্রশংসা যতটা পাওয়ার,
হয়েছি অকৃতজ্ঞ, ভুলেছি তোমায় মোহে পড়ে দুনিয়ার।
তবুও তুমি দিয়েছো সব, রক্ষা করেছো আমাদের প্রাণ,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
করি না তোমার গোলামী, বানিয়েছি অংশীদার,
রাখিনি মনে তোমার করুণা, বানিয়েছি রাহবার।
মনেরও গহীনে বাসা বেঁধেছে, কীট যত অকৃতজ্ঞার,
তোমার দাসত্ব করি না আমি, নিয়ামত খেয়েও তোমার।
তোমার নামেতে ডুবে থেকেও করছি তোমারই নাফরমান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
মাশরিক থেকে মাগরিব আমি যেদিকে তাকায়,
তুমিই যে প্রভু, ওগো তুমি প্রভু, মনে পড়ে যায়।
নীল আকাশ, দক্ষিণা বাতাস, ঢেউ ভরা সাগর,
ধু-ধু মরু, আর সবুজে ঘেরা এই নিপুন সংসার।
গেয়ে শেষ হবে নাকো ওগো, তোমার গুণগান,
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।