প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা দুঃখে ভরা জীবন
কবিতা
দুঃখে ভরা জীবন
মুহাঃ মোশাররফ হোসেন:
দুঃখে ভরা জীবন আমার,
কষ্টে ভরা বুক,
এত কষ্ঠে জীবন আমায়
মেলেনিকো সুখ।
সবখানে পাই অবহেলা
লাঞ্চনা হলো সুখ,
দুঃখো ভরা জীবন আমার,
কষ্টে ভরা বুক।
লোকে বলে জন্মের সময়
খেয়েছে ওর মাকে,
মানুষের এই অপবাদ
সইবো কেমন করে।
এত কষ্টের জীবন আমার
কেমন করে রাখি,
তারই মাঝে বেঁচে আছে
আমার পরাণ পাখি।
আকাশ ভরা তারা আছে
সগরের মাঝে ঢেউ,
আমার এই জীবন মাঝে
রইলোনাতো কেউ।
দুঃখে ভরা জীবন আমার
কষ্টে ভরা বুক,
তারী মাঝে বেঁচে নিছি
একটু খানি সুখ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com