মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “জানাজা”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

কবিতা
জানাজা
মুহাঃ মোশাররফ হোসেনঃ

দিনের ব্যাস্ততা পেরিয়ে যেমন আসে অলস আধার,

একদিন ফুরাবে সব কুলাহল আমার।
সঙ্গী হবে পৃথিবীর  যত লেনদেন কারবার,
একদিন তোমাদের মাঝেও থাকবো না আর।
এত ভাল লাগে পৃথিবীর  এই রঙ্গীন সংসার,
সুখে দুঃখে প্রিয়জন নিয়ে পাই আনন্দ অপার।
যেখানে থাকি তারই পানে মন টানে বারে বার,
মনে নাহি চায় তবু ছেড়ে যেতে হবে ঐ পরপার।
সুখের সেই দিন গুলির অবসান হবে আজ,
এই শেষ বেলায় শুধু সম্বল হলো যত ভাল কাজ।
পাপ-পুন্য সব লিপিবদ্ধ হিসাবের খাতায় করবে বিরাজ,
মাটির নিচে স্বায়িত ধনী-গরীব রাজা-মহারাজ।
একদিন দুঃখ স্মৃতি মিশে হবে একাকার,
দুনিয়াই এই মায়াই বেধে রাখতে পারবে না আর।
একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবার,
কোন একদিন আমারও ডাক হবে জানাজার।
error: Content is protected !!