প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “টাকা”
কবিতা
টাকা
মুহাঃ মোশাররফ হোসেন:
টাকা আছে তাই হলে তুমি রাজা,
টাকা নেই তাই হলাম আমি প্রজা।
টাকার ঘ্রাণে তুমি হয়েছ অন্য কিছু
আমিই পেয়েছি সাজা।
কারন আমি জনগন'
আধুনিক কালের প্রজা।।
টাকা আছে বলে তাই বলে
তুমি সাজো মহাজন,
তুমি সাজো গুরুজন।
আমি সাজি ভিখারি"
পন্ড হয়ে দেখো আমার সংসার
তোমার কত বাহাদুরী।
টাকা আছে বলে তাই,
চক্রবৃদ্ধিহারে করো টাকা কামাই।
টাকায় টাকা আনে,
টাকার পিঠে টাকা'
আমার সব কিছু ফাকা।।
গরীব আমি 'বেকার আমি"
সর্বহারাদের দলে লেখিয়েছি নাম!
টাকা আছে তাই তুমি নেতা"
গরীবের ঘরে নাই শীতের কাঁথা।
টাকা আছে তুমি ক্ষমতাবান,
ক্ষমতার বলে করেছো দখল তুমি নদী' খাল"
আবার তোমার ঘরে রিলিফের চাল।
গরীবের অধিকার নেই সে গরীব।।
তোমার সবই আছে,
ক্ষমতা তোমার
টাকাও তোমার।
চাটুকার তুমি নেতাদের,
তুমি বুদ্ধিজীবি"
তুমি একাত্তরের মুরগি ব্যবসায়ি!
টাকায় কি হয়?
বলো টাকাতে কি না হয়?
অর্থই যত অনর্থের মূল,
অর্থই বাচাল' জাত আর কূল।
টাকায় ক্ষমতা আসে,
ক্ষমতায় সব ভাসে।
জনগন ভাসে 'অধিকার হাসে,
পাতিহাঁসের মত ইতিহাস ভাসে।
তুমি কি ছিলে সেটা সত্য নয়ও
আজ তুমি সাক্ষি ইতিহাসের,
তুমি বুদ্ধিজীবি, বুদ্ধি বিক্রি করে খাও।
তোমার নামে জীবনি বই আছে,
তোমার নামে সনদ আছে।
তোমার টাকা আছে।।
তাই তুমি সাধু পীর,
মুরিদেরে খাইতে দাও
মাংস ভুনা 'খিচুরি 'খির!
তোমার মজলিসে থাকে মুরিদানের ভির"
তুমি পন্ডিত 'সাধু' পীর।।
তোমার অনেক টাকা,
তোমার আছে আশ্রম আছে খানকা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com