মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “পেতনি”

লেখক: mosharraf hossain
প্রকাশ: 2 years ago

কবিতা

পেতনি

মুহাঃ মোশাররফ হোসেন:

একটি কথা খেলার ছলেও বলতে আছে মানা,
শিশুর মতো কান্না করে চামার মুছার ছানা।
একটি ছেলে হাসির ছলে পেতনি বলে ডাকে!
একটি মেয়ে পেতনি-ভুতে রাত্রি জেগে থাকে।
ভয় দেখানো তাঁরতো কাজ’ হুতুম প্যাঁচার বাগে,
কুহু কুহু কোকিল সুরে পেতনি চলে আগে।
একটি ছেলে একটি মেয়ে ঝগড়া ঝাটি করে,
দিন কাটিয়ে মুখটি তাহার বসে কালো করে।
খানিক বাদে হয়তো পেতনি’ হয়তো চামার ছেলে,
কান্না সুরে ভাইয়া-দিদি হাসবে দুজন মিলে।
পেতনি হলো ভুতের বৌ’ ভুতু-ভুতু কথা,
সহস্র খানেক চোখের জ্বলে একটু খানি ব্যথা।
ভয়ের চাঁদ আড়াল চুমি’ উঁচু আকাশপটে,
তারাগুলো এক বন্ধনে লুকোচুরির ঘাটে।
লাটুর-পুটুর লতা-পাতা’ ঘুটুর-ঘুটুর বনে,
পেতনি পুতুল শিশুর মত আওয়াজ তুলে গুনে।
বাচ্চা বলে কাঁদায় তাকে ছোট্ট মায়ের ছেলে,
ঘুম হয়না মুছার ছেলের পেতনি ঘুমাবে বলে।
শেয়াল গুলো খুকুর মত উঃ-আঃ-মেতে ধ্বনি,
একটি শিশু পেতনি হয়ে সুখি আত্মার খনি।

error: Content is protected !!