প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ
মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “অত্যাচার”
কবিতা
"অত্যাচার"
মুহাঃ মোশাররফ হোসেন:
অত্যাচার তোমরা করেছো
ওরা মুসলিম ছিলো বলে।
মনে রেখো মানুষ
ওদের কি ছিলো দোষ কেনো নির্মম হলে?
একটু চাওয়া ওদের অধিকার
থাকিবে সমান্তরাল।
কেড়ে নিলো সরকার অধিকার
বুকে গুলি মারো রক্তাক্ত কেনো হাল?
হিন্দু তুমি ক্ষমতা পেয়েছো
হিংসা কেনো করো?
ইসলাম মানে শান্তির বানী
বিস্তারিত বই পুস্তাকে পড়ো।
লেলিয়া দেওয়া মানুষ তুমি
পশুর মতো মন"
ভালো মানুষ সাধারণ হয়,
নোংরা কতোজন?
মায়া নাই কোনো দেখেছি,
মুসলিম মেরেছে মায়ানমার।
ভারতীয় মানুষ হিন্দু বেশী
তাই করেছে অত্যাচার।
ওরা মসজিদ ভেঙ্গেছে, মানুষ মেরেছে
অন্যায় ছিলো না তেমন।
রোহিঙ্গা মরেছে সারা বিশ্ব জেনেছে,
বিচার পায়নি এমন।
মুসলমানেরা আজ ও ঐক্য হলো না,
অত্যাচার দেখে' আর থাকে চুপ।
সেই সুযোগে মুসলিম মরে,
একাই লড়ে বুকে খায় কুপ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com