কবিতা
“আশায় জীবন”
মুহাঃ মোশাররফ হোসেন:
সব আশা আমার জীবনের নীড়ে
জানিনা জীবনে আসবে কি ফিরে কেউ,
বহু কষ্ট বাসা বেঁধেছে এই মনে
মন ভাঙ্গা বহু আবেগের ঢেউ।
আপন মনে মুগ্ধ হইয়া
আপন মনও যে আজ হইলো পর!
আমার আবেগের সুচনা
কভু আগের মতো যে নেইনা খবর।
আমার মনের সুজনে
প্রথম দেখিয়া হইলাম মুগ্ধ,
আজীবন অন্তরে দিলে পীড়ত বিদায়
তোকে ঠায় দিয়ে হয়েছে আমার অন্তর দগ্ধ।
দুঃখ বেদোনা সবারই আছে,
আছে যাওয়া আর আসার পালা!
ফুলের মতো পবিত্র আমার এই জীবন,
সেই ফুলের মালা তোমার জন্য গেথে আজ মুগ্ধমন।
শেষ আরতি বন্দি বানিয়ে
আমার স্বপ্নের প্রিয়জন,
রজনী আমার ডুবে গেছে
তবু কাছে টানে আমার মন।