ডেস্ক নিউজ:
আজ মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্-এর জন্মদিন
আজ সেই মহিমান্বিত রাত। যেদিন জন্মগ্রহণ করেছিলেন মহান ব্যক্তিত্ব মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ হাসান আলী।
১৪১৬ হিজরির ২৬ শে রজব, শবে মেরাজের রাতে সুবহে সাদিকের সময় এই অসাধারণ মানুষ পৃথিবীতে আসেন। নিউজ বিডি জার্নালিস্ট২৪ পরিবারসহ আমরা সবাই তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। একইসঙ্গে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করি।
শিক্ষাজীবন
প্রাথমিক শিক্ষা শেষ করার পর, তাঁর মা-বাবা তাঁকে মাদ্রাসায় ভর্তি করান। সেখানে তিনি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তানযিম বোর্ড, বেফাক বোর্ড এবং আল-হাইআতুল উলয়া বোর্ডের অধীনে পড়াশোনা সম্পন্ন করেন।
পরবর্তীতে, তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) সম্পন্ন করেন। একইসঙ্গে, কেন্দ্রীয় দারুল ইফতা বিভাগ থেকে তিনি পিএইচডি অর্জন করেন।
এছাড়াও, তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ড থেকে ক্বারীয়ানা ডাবল ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবন
বর্তমানে তিনি শিক্ষক, গবেষক, সম্পাদক এবং সাহিত্যিক হিসেবে কাজ করছেন।
তাছাড়া, তিনি বিভিন্ন জাতীয় দৈনিক প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে, তিনি জাতীয় চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ-এর নাযিমে ইশাআত হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এবং আস সুফিয়া সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সাহিত্যকর্ম
তাঁর সাহিত্যকর্ম পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো “শত কবিতার সমাহার”, “দ্বীনের আলোয় আলোকিত জীবন”, “ভাগ্যের লিখন”, এবং “হৃদয়ের কষ্ট কবির ভাষায়”।
এছাড়া আরও কিছু গ্রন্থ প্রকাশনার পথে রয়েছে।
শুভ কামনা
আজকের এই বিশেষ দিনে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্-কে দীর্ঘায়ু এবং সুস্থ জীবন দান করেন।
তাঁর প্রতিটি স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় যেন আলোকিত হয়।
শুভ জন্মদিন, মুফতী হারুনুর রশিদ হাবিবুল্লাহ্!