প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে মতবিনিময় সভা নামে টাকা আত্মসাৎ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী মতবিনিময় সভা নামে ১৮টি স্কুল থেকে ৩হাজার ৫পাঁচ শত টাকা, মতবিনিময় সভা নামে উত্তোলন করেন মোট ৬৩ হাজার টাকা। ১০ হাজার টাকা খরচ করে ৫৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেন স্কুলের শিক্ষকগন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, জোর পূর্বক ৬৩ হাজার টাকা আদায় করে সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী। তিনি ১০ হাজার টাকা খরচ করে বাকি টাকা আত্মসাৎ করেন। আওয়ামীলীগের ভয় দেখাতো এই সহকারী শিক্ষা অফিসার। আমরা তার ভয়ে মুখ খুলতে পারতাম না। এখন দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা এই ধরনের সহকারী শিক্ষা অফিসার চাই না।
এব্যপারে কথা হয় ছয়গাঁও সরকারি (প্রাঃ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সাথে তিনি জানান, ২৮ ডিসেম্বর ২৩ সাল, তখন জেলা শিক্ষা অফিসার ছিলো মোফাজ্জল হোসেন স্যার তখন একটি মতবিনিময় সভা হয়। মধ্য হাঁসাড়া ক্লাস্টারের আয়োজনে। আমরা সবাই টাকা তুলে এই সভা আয়োজন করি।
এবিষয়ে সহকারী শিক্ষা অফিসার সবিতার কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের বলেন অনুষ্ঠান হয়েছে। টাকা শিক্ষকগন তুলে খরচ করেছে। আমি টাকা নেই নাই।
শ্রীনগর উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতারের কাছে এবিষয় জানতে চাইলে তিনি বলেন,আমি নতুন জয়েন্ট করেছি। এবিষয়ে আমার জানা নাই।
জানতে চেয়েছিলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এর কাছে তিনি সাংবাদিকদের বলেন, এই ভাবে টাকা আদায় মতবিনিময় সভা করার নিয়ম নাই। আমি যাচাই-বাচাই করে ব্যবস্থা নিবো।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক ও প্রকাশক এস,এম রাকিব রাফসান, নির্বাহী সম্পাদক: মুহাঃ মোশাররফ হোসেন, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com