মালয়েশিয়ার কুয়ানতানে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং প্রবাস স্কীমে অংশগ্রহণে হাইকমিশনের উদ্যোগ

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

শরিফুল খান প্লাবন:
মালয়েশিয়ায় পাহাং, প্রদেশের রাজধানী কুয়ানতান শহরে গত ২ জনু ২০২৪ অনুষ্ঠিত প্রবাস স্কিমে অংশগ্রহণ ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করনের জন্যে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। প্রচারণা সভায় বক্তব্য প্রদান করেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) জনাব সৈয়দ শরিফুল ইসলাম। সকাল ১১ ঘটিকায় পাছার মিনি সানমুন ভেন্যুতে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত প্রচারণা সভায় কাউন্সিলর  (শ্রম) বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল প্রবাসীগণকে প্রবাস স্কিমে অংশগ্রহণের অনুরোধ করেন। তিনি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব, প্রবাসী স্কিমের সুবিধা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) জনাব মো: মোরশেদ আলম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন এবং মালয়েশিয়ার এনবিএল মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলী হায়দার মুর্তুযা।
অন্যান্যদের মধ্যে ইএসকেএল এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও, হাইকমিশনের কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!