মানব কল্যাণের আয়োজনে অনুষ্ঠিত হল ৫ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 weeks ago

মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে মনব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ৫ম বার্ষীকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ অক্টোবর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় আবু মুহাম্মদ বজলুর রহমান, লিসান্স,মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও সাবেক মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক সংসদ সদস্য (গোদাগাড়ী -তানোর -১)

প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন অধ্যাপক মাও: নুরুল আমিন, রংপুর, কেন্দ্রীয় সেক্রেটারী, বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরিন, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজী সালাহ উদ্দীন বিন শামসুল হক,প্রতিষ্ঠাতা পরিচালক আন নূর একাডেমি।প্রধান অতিথি তার বক্তব্য বলেন ৫ আগষ্ট দেশ থেকে জুলুম বাজ খুনি সরকার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এখনো জুলুম যায় নি। জুলুম দূর করতে হলে আল্লাহর আইন কায়েম করতে হবে।আল্লাহর আইন ছাড়া দেশ থেকে কখনো জুলুম দূর হবে না।তিনি আরও বলেন সবচেয়ে বড় জিহাদ হলো হক কথা বলা। আপনারা সব সময় হক কথা বলবেন।

আল্লাহর রাসূলের সাহাবিগণ যেভাবে জিহাদ করেছিলেন আমাদেরকে সেভাবে জিহাদ করতে হবে।আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনো অপশক্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।

error: Content is protected !!