স্টাফ রিপোর্টার:
মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা খুলনা মহানগর ও জেলা কমিটি আয়োজিত জেলার খালিশপুর থানার গোয়ালখালী অস্থায়ী কার্যালয়ে ২৭মে বিকাল পাচাটায় এ আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ আজিমুল হক মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক খুলনা বিভাগ ও কেন্দ্রিয় কমিটির কার্য নির্বাহী সদস্য মোঃ আইনুল কবির সুমন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো- অর্ডিনেটর মোঃ মামুন হাচান,সাংবাদিক ঐক্যজোট মহাসচিব সাহাবাজ জামান, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষ নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে যতদিন সচেতন না হবে ততোদিন মানবাধিকার রক্ষায় কল্যাণকামী মানুষকে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে হবে, তিনি সকল সদস্যদের কার্যক্রম গতিশীল করতে পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি তার বক্তব্য বলেন মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ সংগঠন যদি এর সঠিক ব্যবহার জানেন তাহলে রাষ্ট ও জনগনের কল্যাণে কাজ করতে পারবেন। এছাড়াও তিনি সংগঠনের নবাগতদের মানবাধিকার সম্পর্কিত জ্ঞান অর্জনের পরামর্শ দেন। তিনি আরো বলেন মানবাধিকার সংস্থা একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে যারা কাজ করেন তাদের মানুষের দোয়া আর সম্মান ছাড়া কিছুই নেবার নেই , কিন্তু দেওয়ার মতো অনেক কিছুই আছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে আমাদের সংগঠিত হতে হবে। মানুষের জন্যে কাজ করার মানসিকতা থাকলে যে কোনো অবস্থায় যেকোনো জায়গা থেকে কাজ করা যায়, শুধু কাজের মানসিকতা থাকতে হবে। একা একা ও আপনি কাজ করতে পারবেন কিন্ত সংগঠিত হয়ে কাজ করার মধ্যে আলাদা একটা শক্তি পাওয়া যায়।
এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা সভাপতি মোঃ মতিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার মোর্শেদ, মোঃ নয়ন ইসলাম, এস মনিরুল ইসলাম, মুরাদ হোসেন, মিসেস সালমা কবির, কৃষ্ণ পদ গাইন, জি এম নাইমুল হক, মোঃ নজরুল ইসলাম, সুমন খান, মিলন শেখ সহ সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।