মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র রামপাল উপজেলা কমিটি গঠন

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র রামপাল উপজেলা কমিটি গঠন করা হয়েছে।খুলনা বিভাগীয় কার্যালয়ে (গফফার টাওয়ার) কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সংস্থার নির্বাহী পরিচালক এর উপস্থিতে ২১ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিট প্রকাশ করা হয়।এতে এইচ আমিনুল হক নান্টুকে সভাপতি,জেনিভা প্রিয়ানা সাধারন সম্পাদক এবং পিজুষ কান্তি পালকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রামপাল উপজেলা কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন:মহিদুল ইসলাম মিলন,কিশোর কুন্ডু,শহিদুল ইসলাম লালন,মারুফ বিল্লা ,জুয়েল,আবু হাসান রিঙ্কু,কারিমুল ইসলাম,শেখ সেকেন্দার আলী,মোস্তফা হাওলাদার,শরিফুল ইসলাম,শেখ গোলাম সরোয়ার,কবির আকবর পিন্টু, মোঃ শেখ জাহিদুর রহমান, ইমরান হোসেন তৌকির আহমেদ, তন্ময় দেবনাথ, ওবায়দুল্লাহ গাজী, আবু তাহের কমিটির আত্মপ্রকাশ শেষে সংস্থার নির্বাহী পরিচালক (কেন্দ্রীয় কমিটি) নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে গলায় কার্ড করিয়ে দেন।এসময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব জুলিয়ান জয়।পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে মানবাধিকার ও সাংবাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন্ মানুষের অধিকার নিয়েই সংস্থাটি কাজ করে যাচ্ছে।সমাজে গরীব দুঃখী,অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে থেকে কাজ করাই হলো এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।সর্ব স্তরের মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী ও তার দর্শনকে ফলো করার আহবান জানান।

error: Content is protected !!