মাদ্রাসার অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো শিক্ষার্থীরা

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে বাগানের গাছ কেটে জমি অবৈধভাবে দখল করেছিল ভূমিদস্যুরা, এবং সে জমি উদ্ধার করেন।

গত সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদ্‌রাসা জমি উদ্ধার করেন ওই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

তথ্য সূত্রে জানা যায়, আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদ্‌রাসা, প্রতিষ্ঠানটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিতাকালীন স্থানীয় মরহুম ওসমান গণি ১.২২ একর জমি দান করেন। খাজনা খারিজের মাধ্যমে পূর্বাংশে দখলে থাকা কালীন দিন দিন মাদ্রাসার উন্নয়ন হলে খেলার মাঠ বৃদ্ধির প্রয়োজনে উক্ত দাতা মরুহম ওসমান গণি সাহেবকে অনুরোধ জানানো হলে তিনি আরও ০.২০ একর জমি মাদ্রাসায় মৌখিক ভাবে দান করলে ০.৭৫ একর জমি নিরঙ্কুশ ভাবে দখলে থাকা কালীন তৎকালীন সময়ে অগ্রসর এলাকায় কোন হাট-বাজার না থাকায় মাদ্রাসার জমিনেই হাট বসানো হয়।

১৯৯৯ সালে অত্র চিহাটের নামে গ্রন্থ সেন্টার উন্নয়ন বরাদ্দ হলে আউলিয়ারহাট বাজারের নামে কোন জমি না থাকায় তৎকালীন ইউ.পি চেয়ারম্যান মুছা আলী সাহেব হাটের জমি সংগ্রহের জন্য একটি কমিটি করে দিলো উক্ত কমিটির অনুরোধে দাতা মরহুম ওসমান গণি সাহেব অন্যত্র ০.৭০ একর সহ অন্যান্য দাতাগণ আউলিয়ারহাট রাজারের নামে ১.০১ একর জমি অন্যত্র দান করেন।

উল্লেখ্য যে, ১৬৬২ দাগে ০.১৯৫ একরের মধ্যে বিবাদী কফিল উদ্দিন গং পারিবারিক বণ্টন নামায় প্রাপ্ত এর অংশের জমি ০.৩২ একর ১৪ ডিসেম্বর ১৯৭৪, ২২৬২২ নং দলিল মূলে মরহুম ওসমান গণীর নিকট বিক্রয় ও হস্তান্তরের পরও মাদ্রাসার ১৬৬২ দাগের জমিনে থাকা কিছু দোকানদার নতুন হাটে স্থানান্তরিত না হওয়ায় চক্রান্তমূলক মানুষিকতায় ধনির উদ্দিন ছেলে কফিল উদ্দিন প্রভাবিত করে কোন প্রকার স্বত্ত্ব না থাকার পরও ভূয়া রেকর্ড, খাজনা খারিজ তৈরী করে ৬০০০/- টাকার বিনিময়ে।

এ বিষয়ে আউলিয়ারহাট নিজামিয়া দাখিল মাদ্‌রাসা সুপারিনটেনডেন্ট আছাদুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকে ভুমি দস্যুরা আমাদের মাদ্রাসা জমি দখল করে রেখেছিল এবং গত সোমবার আমার মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সে জমি উদ্ধার করতে সক্ষম হই।

error: Content is protected !!