মাতৃবন্ধন সংস্থার পক্ষ থেকে সেলাই মেশিন উপহার পেয়ে খুশী গরীব পরিবার

লেখক: mosharraf hossain
প্রকাশ: 9 months ago

তহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ

মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সেলাই মেশিন উপহার পেলো এক গরীব পরিবার।সংসারের অভাব অনাটনের দ্বায় এড়াতে সেলাই কাজ শিখেন এই নারী।কিন্তু কাজ শিখলেও একটি সেলাই মেশিন কিনতে পারছিলেন তিনি।

এক পর্যায়ে মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠা মুর্শিদ হাসান ইমন কে জানায় আমি গরীব ঘরের মেয়ে সন্তান,আমি সেলাই কাজ শিখেছি, আপনারা তো বিভিন্ন মানুষ কে সহযোগিতা করেন।আমি গরীব মানুষ আমাকে একটা সেলাই মেশিন দিলে আমি উপকারিতা পেতাম।সেলাই এর কাজ করে আমার সংসার চালাতে পারতাম।তারি পেক্ষাপটে ৪ই জানুয়ারী তার বাড়িতে সেলাই মেশিন নিয়ে হাজির হয় মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠা সহ একটি টিম।

এবিষয়ে মোবাইল ফোনে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে মুর্শিদ হাসান ইমন জানায় আমি প্রায় এক যুগের বেশী সময় অসহায় মানুষের পাসে থেকেছি,এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি গরীব অসহায় মানুষের পাসে থাকবো।
গরীবের সহযোগিতা করা একটি নেশা,কারন আমি যখন একজন গরীব অসহায় মানুষ কে সহযোগিতা করি তখন তাদের মুখের হাসি দেখলে মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই সমাজে খুব কম মানুষ অসহায় মানুষের পাসে থাকে।

যাহারা কখনো গরীব অসহায় মানুষ কে একটি টাকা দিয়ে সহযোগিতা করে না তারাই সমালোচনা করে বেশী।
আমি সেই সব মানুষ কে ঘৃণা করি।আমি তাদের উদ্দেশ্য বলতে চাই।টাকা পয়সা সাথে করে নিয়ে যেতে পারবেন না,সবাই কে একদিন পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।আসুন সবাই মিলে সমাজের অবহেলিত মানুষের পাসে দাঁড়াই।

এসময় উপস্থিত ছিলেন মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার
সাবেক সভাপতি শাহরিয়ার শুভ,বর্তমান সভাপতি সঞ্জয় বিশ্বাস,সহ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারন সম্পাদক আব্রাহাম করিম, কোষাধ্যক্ষ অনুপম ঘোষ,প্রচার সম্পাদক সৌরভ বিশ্বাস,রবিউল ইসলাম,সদস্য জহির আহমেদ,আহাদ,মোশারফ হোসেন,অমিত বিশ্বাস, রাকিবুল হাসান শান্ত।

error: Content is protected !!