মাগো রে তুঁই

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ আরিফুল ইসলাম (আরিফ):

মাগো আমার দুঃখের দিনে
পাইনা তোরে কাছে।
কে আর থাকবে ছায়ার মতন
মাগো আমার পাশে?

অসুখ হলে কে আমারে
মাথায় দেবে হাত।
ক্ষুধা পেলে কে খাওয়াইবে
সানকি ভরে ভাত।

মাগোরে তুই কোথায় আছিস
আয়না ফিরে ঘরে।
তোর ছেলেকে আপন করে মা
দেখবে কি আর পরে?

তোর মত মা কেউ আমারে
করে না মা যতন।
কে আর আমায় বলবে মাগো
সোনা মানিক রতন।

বুকের মাঝে জড়িয়ে মাগো
মুছে চোখের জল।
এমন করে কে আমারে
মন ভরাবে বল?৷

আঁচল তলে ঢেকে মাগো
কত খাবার গোপনে।
আমারে তুঁই খাওয়াইতিস তা
ভুলিনি এ জীবনে।

নতুন একটা জামার আশায়
বকে ছিলাম মা তোরে।
ও মা ‘নতুন জামা চাইনা আমি
আয়না মাগো ঘরে।

ইশারাতে ডেকে মাগো
বুকের মাঝে জড়িয়ে।
মুখে একটা চুমু দিয়েই
হাতটি নিলে সরিয়ে।

চোখ দুটি মা বুঝিয়ে সেই
এক ফোটা জল ফেলে।
বাবার মতন ফাঁকি দিয়ে মা
তুঁইও গেলি চলে।

নিজের পেটটি খালি রেখে মা
খাওয়াইতিস তুঁই আমারে
কোন দোষেতে লুকাইলি তুঁই
আমায় ছেড়ে কবরে।

error: Content is protected !!