রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধিঃ
মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল সভাপতি এবং অ্যাডভোকেট শাহেদ হাসান টগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ১৫ জানুয়ারি বুধবার মাগুরা জেলা আইনজীবী সমিতির বারভবনে অনুষ্ঠিত নির্বাচনে ২৮৭ জন ভোটারের মধ্যে মোট ২২৩ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ১৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট রোকুনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট। অপরদিকে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম রূপক পেয়েছেন ৬৯ ভোট।
নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মেহেদী হাসান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি) আহসান হাবীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানী) ইমরান হোসেন খান, হিসাব নিরীক্ষক পদে রেজাউল করীম, গ্রন্থাাগারিক পদে জাকির হোসেন, এবং ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন লাবনী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ এবং ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুরুল আজম জিন্নাহ।।