মাগুরার শ্রীপুরে নতুন রাস্তা নির্মাণের কাজ আগামী নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি: 

মাগুরা শ্রীপুর সোনাতুন্দী উত্তর পাড়ার ঈদগাহ সংলগ্ন ব্রিজ থেকে গ্রামের মাঠ তথা বিল পর্যন্ত ৮ ফুট চওড়া, প্রায় এক কিলোমিটার পূর্বের রাস্তাটি নির্মাণের কাজ আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে শুরুর ঘোষণা করা হয়েছে । ১২ই জুন ২০২৩ সোমবার সকালে সোনাতুন্দী উত্তর পাড়ার ঈদগাহের প্রাচির নির্মাণ কাজের জটিলতার সংশোধনের এক অনুষ্ঠানে- ৭ নং শব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন,তার পক্ষে,অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘোষণা করেন।

তিনি জানান এ রাস্তাটি বহু আগের পুরাতন,এটা সংস্কার বিহীন এবং মানুষ ব্যবহার না করার কারণে রাস্তাটি প্রায় বিলীন হওয়ার পথে , অতএব আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে রাস্তাটি পূর্ণনির্মাণ কাজ শুরু করা হবে । এর আগে ঈদগা কমিটি-ঈদগার প্রাচীরের কাজ করতে গেলে, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ শওকত হোসেন বিল্লালের বসত বাড়ি থেকে মূল সড়কে চলাচল বন্ধ হওয়ার আশঙ্কায় ও তার অভিযোগের ভিত্তিতে অত্র ঈদগা কমিটির গ্রাম ব্যাপী আলোচনার আয়োজন করেন । আলোচনায় মোঃ শওকত হোসেনের চলাচলের বিঘ্ন যাতে না ঘটে ,ঈদগা কমিটির সমন্বয়ে আপাতত চলাচলের জন্য বাকি রাস্তা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ,এ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈদগাহ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার অলিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন বিল্লাল, সহ-সভাপতি কামরুল আহসান ,মেম্বার আবুল কাশেম, সাবেক মেম্বার ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির হোসেন মোল্লা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি নুরুজ্জামান ,সাবেক পুলিশ সদস্য সিরাজুল ইসলাম ,সাবেক মেম্বার ফয়জুর রহমান, মোঃ শহিদুল ইসলাম খোকন,মনোয়ার হোসেন মন্নু, সাবেক সেনা সদস্য আতাউর রহমান,মোঃ আকিদুল ইসলাম,মোঃ বাহের,, আব্দুস সাত্তার বিশ্বাস, কাজী আইয়ুব আলী, কাজী মিজান,কাজী রুহল প্রমুখ ।

error: Content is protected !!