মাগুরায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রেসক্লাবের অভ্যন্তরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও মেয়াদউর্ত্তীন অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানব বন্ধন করেছে মাগুরা সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

আজ ২৮ জানুয়ারি রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন অনিুষ্ঠিত হয়।

একাত্তর টেলিভিশনের সাংবাদিক শরীফ তেহরান আলম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, এখন টেলিভিশন ও দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি রুপক আইচ, সময় টেলিভিশনের সংবাদিক শেখ ইলিয়াস মিথূন, এস এ টেলিভিশনের সংবাদিক আব্দুল আজিজ, মাইটিভির সাংবাদিক আশরাফুল আলম সাগর, রিপোটার্স ইউনিটির সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ইউনুস আলী। মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে কোন কার্যনির্বাহী কমিটি ছাড়ায় বছরের পর বছর ধরে চলছে। যার ফলে প্রথম সারির অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বঞ্চিত।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর বিচার দাবি করা হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে র‌্যালী নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য, ২৭ জানুয়ারী সন্ধ্যায় প্রায় ২০ জন সাংবাদিক মাগুরা প্রেস ক্লাবের সাংবাদিক কক্ষে প্রবেশের পর পরই মেয়াদউর্ত্তীণ কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের ভাতিজা, রাশেদ খান এস এ টিভির সাংবাদিক আজিজ উপর হামলা করে আহত করে। এ সময় তার মোবাইল ভাংচুর করা হয়।

error: Content is protected !!