মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধিঃ
সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ জুলাই বুধবার সকাল ১১ টার সময় শ্রীপুর উপজেলা সহ জেলার ৪ উপজেলা বিএনপি নেতাকর্মীরা , মাগুরা ১ আসনের ধানের শিষের কর্ণধর আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায়।
মাগুরা পৌর বিএনপির আহবায়ক মাকসুদ খান কিজিলের নেতৃত্বে একটি বিশাল মিছিলের বহর নিয়ে মাগুরা শহর প্রদক্ষিণ শেষে শহরের জামরুল তলার সমাবেশ স্থলে মিলিত হয় , সংক্ষিপ্ত সমাবেশে সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন ।
পথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা নেতৃবৃন্দ সহ,
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম,দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রদীপ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সি, শ্রীপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ শুকুর মাহমুদ,সহ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।