মাগুরায় পুলিশের অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল সহ আটক ৩

লেখক: Champa Biswas
প্রকাশ: 8 months ago

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ

দুইটি চোরাই মোটরসাইকেল সহ আন্তজেলা জেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ শে মার্চ বৃহস্পতিবার মাগুরা সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রাম হতে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করাকালে একটি লাল রঙের এ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল সহ মোঃ কদর মোল্যা (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর মোল্যা, সাং-ইছাখাদা, থানা +জেলা-মাগুরাকে আটক করা হয়।

আটক আসামি কদর মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে আরো একটি লাল রঙের ১৫০ সিসি পালসার চোরাই মোটরসাইকেল সহ চুরির সাথে জড়িত মোঃ ইলিয়াস হোসেন (৪২), পিতা- জয়েন উদ্দিন ওরফে জয়নাল, সাং-মৌলি, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে মহম্মদপুর থানা এলাকা হইতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য মোঃ হাসু খান (৪০), পিতা-মোঃ গোলাপ খান, সাং-খানপাড়া, থানা +জেলা মাগুরাকে মাগুরা পৌরসভা এলাকা হতে গ্রেফতার করা হয়। আটকৃত আসামীরা মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা হইতে মোটর সাইকেল চুরি করে। নারায়নগঞ্জ/নরসিংদীসহ বিভিন্ন জেলার চোরদের যোগ সাজে চুরি ও চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করতো বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করেছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল জানান আটকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে ও এদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে ব্যাপার অনুসন্ধান চলছে।

error: Content is protected !!