আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :
জামেয়া কাসিমুল উলুম দরগাহ-এ হযরত শাহজালাল (র) মাদ্রাসার শিক্ষা সচিব, বিশিষ্ট লেখক, গবেষক, মাওলানা মুহাদ্দিস আতাউল হক জালালাবাদীর কাছে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর সীল মোহর সম্বলিত ক্যালিগ্রাফি গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর ২০২৩) সন্ধা ৭ ঘটিকার সময় সিলেট মোবাইল পাঠাগারের অফিসে এ ক্যালিগ্রাফি প্রদান করা হয়।
ক্যালিগ্রাফি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহসভাপতি সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি আমিনুল ইসলাম, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবন, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল প্রমুখ।