মহেশপুর  ব্যাটালিয়ন (বিজিবি ৫৮) অভিযানে সাড়ে ৪ কেজি স্বর্নের ২২টি বারসহ আটক – ১

লেখক:
প্রকাশ: 2 years ago

 

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
 চুয়াডাঙ্গার দর্শনায়  মহেশপুর (৫৮ বিজিবি) অভিযানে টহলদল দর্শনা রেলগেট থেকে ৪ দশমিক ৪,১৬ কেজির ২২ টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে। বুধবার ( ৫রা এপ্রিল)  দুপুর তিন ঘটিকার সময় অভিযান পরিচালনায় এই স্বর্ণের বারসহ ১ জনকে করে।  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিব) বর্ডার গার্ড বাংলাদেশ উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান বিজিবির টহল দল গোপন সংবাদের  ভিত্তিতে দর্শনা- জীবননগর মহা সড়কের উথলি নামক স্থানে  অপেক্ষা করছিল। এ সময় সন্দেহ
ভাজন একটি মোটর সাইকেলকে ডাউন দিলে  চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। বিজিবি মোটরসাইকেলের পিছু ধাওয়া করে  দর্শনা রেলগেটের কাছে  দর্শনা মোবারক পাড়ার রাজ্জাক খানের ছেলে সাইদ খান বাংলা(৪০) কে  আটক করে।পরে তার মোটরসাইকেলের ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২২টি স্বর্নের বার উদ্ধার করা হয়। মহেষপুর ব্যাটালিয়ন বিজিবি-৫৮ অধিনায়ক লেঃ কর্নেল মাদুদ পারভেজ রানা জানান, আটক স্বর্নের বাজার মুল্য ৩ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ১৩৫ টাকা। এব্যাপারে বিকালে  দর্শনা থানায় মামলা করা হয়েছে।
error: Content is protected !!