বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে মহাস্থান কেন্দ্রীয় মাজার মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মাহফিল বগুড়া জেলা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলী আজগর তালুকদার হেনা। এছাড়া উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালে নয়ন, অ্যাডভোকেট কামাল হোসেন, আল আমিন পেস্তা, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
এসময় বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন।