মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন 

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago
Exif_JPEG_420

মোঃ এমদাদুল হক, মনিরামপুর:
২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে নেমেছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই সেই গৌরবময় জাতি, যারা ভাষার প্রাণ দিয়েছিল। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজ ও ঢকুরিয়া ফ্রীডম ইস্কুল কর্তৃক বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু। ও ঢাকুরিয়া ফ্রীডম ইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে ঢাকুরিয়া কলেজে ও ফ্রিডম ইস্কুলের শহিদ মিনারে পুষ্পস্তবক দিয়ে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সন্মান প্রদর্শন করেন এবং ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু ও ঢাকুরিয়া ফ্রীডম ইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মুস্তাফিজুর  রহমানের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে র্্যলি নিয়ে  ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
error: Content is protected !!