অনলাইন ডেস্কঃ
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার বিকালে ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ার ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আরও চারটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সি,বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট২৪