মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 weeks ago

ইমরান হোসেন,কেশবপুর(যশোর),প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতদিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি ২০২৫ খ্রিঃ থেকে শুরু হবে ‘মধুমেলা’ র আয়োজন, মেলা শেষ হবে ৩০ জানুয়ারি।

শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় সিদ্ধান্ত হয়, সুস্থ, সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজনের জন্য মধুমেলা ইজারা দেওয়া হবে।

এছাড়াও ওই সভায় মধু মেলায় জুয়া, লটারি, হাউজি, পুতুলনাচ সহ ভ্যারাইটি শো’র নামে অপসাংস্কৃতিমূলক কোনো আয়োজন যাতে না থাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

error: Content is protected !!