মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মশতবর্ষ উপলক্ষে মধু মেলা শুরু 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলা সাহিত্যের নবজাগরণের প্রবাদপুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা মধুকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলার বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে কবির পৈত্রিক নিবাস কপোতাক্ষ নদের তীরে অবস্থিত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে।আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল পাঁচটায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন।সন্ধ্যায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব মো: ইয়াকুব আলী, যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।উল্লেখ্য মধু মেলা আজ থেকে শুরু হয়ে নয়দিন চলমান থাকবে।

error: Content is protected !!