মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শায় মসজিদে লাইট জ্বালানোকে কেন্দ্র করে শাহারুল ইসলাম (৪৫) নামে এক মুয়াজ্জিনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে  উপজেলার গাজীর কায়বা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহারুল ইসলাম শার্শার গাজীর কায়বা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও গাজীর কায়বা পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের আনোয়ারুল ইসলাম ও তার ছেলে মেহেদী হাসান,সাঈদী হাসান এবং চাচাতো ভাই সিরাজুল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজ শেষে মুসুল্লিরা সবাই চলে গেলেও অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মসজিদে লাইট জ্বালিয়ে বসে ছিল। এসময় মুয়াজ্জিন লাইট জ্বালাতে নিষেধ করে। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।

পরবর্তীতে আনোয়ারুল, তার ছেলে এবং তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে ৬-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে শাহারুলকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!