মরণের পরে

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

মোঃ আরিফুল ইসলাম (আরিফ):

তোমাকে ছেড়ে মাগো যদি চলে যায়।
আমাকে পাবে তুমি আকাশের ঐ গায়।
কখনো বা চাঁদ হয়ে রাতের ঐ আকাশে।
পাখি হয়ে উড়ব আমি এলোমেলো বাতাসে।

আঁধার রাতে পাবে আমায় জোনাকির দলে।
ঘরে শুয়েই দেখবে মাগো বাতায়নটা খুলে।
আমাকে পাবে মাগো বকুল ফুলের তলে।
কখনো বা থাকবো আমি পদ্মদিঘির জলে।

এমনি করে যদি মাগো তোকে ছেড়ে যায়।
আমায় মাটি দিও তুমি বাবার কবর গাঁয়।
বাবার কাছে শুয়েই আমি গভীর ঘুমে থাকবো।
প্রজাপতি হয়ে সেদিন তোমার কাছে আসবো।

ফকির হয়ে খেয়ে যাবো তোর রান্না ভাত।
পায়ের কোলে মাথা রেখে কাটাবো এক রাত।
খাঁচায় বন্দী পোষা পাখি যখন সে ডাকবে।
বুকের মাঝে যতন করে সবসময়ই রাখবে।

পাখি হয়ে আসব আমি ডাকবো মাগো তোরে।
পথিক বেশে ঘুরবো আমি শিশির ভেজা ভোরে।
স্বপ্ন হয়ে ঘুমের মাঝে মাগো আমি আসবো।
রাত দুপুরে মা মা বলে তোরে আমি ডাকবো।

এই পৃথিবীর বুকে তুমি যতকাল রবে।
এরই মাঝে ভিন্ন বেশে আমায় তুমি পাবে।

error: Content is protected !!