বুলবুল হোসেন:
আজ ১নভেম্বর বুধবার বিকাল ৩টা থেকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ চৌরাস্তা থেকে বরিলের বাঁধ পর্যন্ত সবুজ পৃথিবীর আয়োজনে তালগাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচিটি
উদ্বোধন করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। তিনি পরিবেশ রক্ষায় তালগাছ এবং অন্যন্য বৃক্ষ রোপন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আসপাডা'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান লায়ন এম এ রশিদ, কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সবুজ পৃথিবীর উপদেষ্টা সাংবাদিক স্বাধীন চৌধুরী।
সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, ফুলবাড়ীয়া সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সবুজ পৃথিবী সখিপুর শাখার সাধারণ সম্পাদক শাহ আলম সানি, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ আল-আমিন, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম প্রমুখ। এছাড়াও সবুজ পৃথিবী ফুলবাড়ীয়া কমিটির সকল সদস্য সার্বিক সহযোগিতা করেন।
সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী ফুলবাড়িয়া উপজেলা কমিটির সভাপতি সেলিম রেজা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ পৃথিবী ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।