মফিজুল ইসলাম,পিপিএম এর লেখা কবিতা “স্বাধীনতা” 

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

স্বাধীনতা

স্বাধীনতা তুমি এলে বলেই

আবু সাঈদ পেয়েছে

শহীদের খেতাব,

না হয় আজ বিচারের বাণী

নিরবে নিভৃতে কেঁদে মরতো

নিহত যারা পেত না শহীদের মর্যাদা

বেঁচে থাকা অগ্রসৈনিকদের

গায়ে মাখতো সন্ত্রাসীর কাদা।।

 

এভাবেই প্রতিটি বিপ্লবে

জয়লাভে পায় শহীদ কিংবা বীর খেতাব

পরাজয়ে খোলা হয় তাদের নামে

জঙ্গি কিংবা সন্ত্রাসীর কিতাব।।

 

লক্ষ-কোটি বাঙালি মুক্তির নেশায় কিংবা

প্রতিবাদে হয় শরীক

সোশাল মিডিয়ার কল্যানে

আজ অনেকের ছবি ভেসে বেড়ায়,

লয় না কেহ নাম তাদের ,

করে না কেহ তারিফ!

এভাবেই সেদিন মুক্তিকামী বাঙ্গালীরা

যুক্ত হয়েছিল ৭১ এর মুক্তিযুদ্ধে

কিতাবে লেখা মুষ্টিমেয় মুক্তিযোদ্ধার নাম

বাকি যারা পাই নি তারা

প্রাপ্য দাম ও সম্মান।।

 

স্বাধীনতা তুমি এলে বলেই

পুলিশ হয়েছে প্রতিপক্ষ

বিপ্লবীরা হয়েছে বীর, শহীদ

না হয় আজ জয়ী পুলিশ

পেতো রাষ্ট্রীয় পুরস্কার

সুযোগ সুবিধা বিবিধ।।

 

এই সত্যকে মানিয়া লয়ে

হও আত্ম সংযমী

সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য হয়ে

গুণগান কর, ভুলে যাও আমিত্বকে,

সৃষ্টিকর্তাই করেন পট পরিবর্তন

কখনোই নই, আমি-তুমি।।

error: Content is protected !!