মুহাঃ মোশাররফ হোসেন
মনে-মনে কতো কি যে
ভাবি হয়ত আমি সত্য,
তাইতো খাতা কলম
নিয়ে বসি আমি নিত্য।
টিপ-টিপ আলো জ্বালিয়ে
জানালা খানি খুলে চেয়ারে বসি,
চেয়ারে বসে খাতা কলম ধরে
টেবিলের উপরে বারবার কি-যেনো ঘসি।
হরেক রকম লেখার জন্য
করি আমি আপ্রাণ চেষ্টা,
শুরুটাই ভালোই হইলো
কিন্তু পারিনা নামাতে শেষটা।
অতি কষ্টে লিখি আর ছিড়ি
খাতার সব পৃষ্ঠা,
পরে তাহা ডাস্টবিনে ছুড়ে ফেলি
দিস্তা আর দিস্তা।
মনের কষ্টে কলম ভেঙ্গে
দূরে ঠেলে ফেলি,
আবার কেনো যেনো
মনের খাতা বার বার মেলি।।।